যতদিন যায় আশা গুলো ফুরায়
চাওয়া-পাওয়ার বিভেদের বিষ-ফোড়া বাড়ে;
যন্ত্রণার দহনে ঘৃ’-সম পোড়ায়
দাউদাউ আরও জ্বলে, থামানো যায়না তারে।
মন শুধু বলে সে কবে হবে সুখ?
হওয়ার সময় আর নাই, শুধু-শুধু আশা;
লোভ-লালসায় তবু বেঁধেছি বুক
এইতো আসবে, আসছে সুখ, শুধুই দুরাশা।
পঞ্জিকা হতে পাতা খসে-খসে পড়ে
অপূর্ণ বাসনা গুলো ডাস্টবিনে নিভৃতে পচে;
তবু আশায় বুক বাঁধি বালুচরে
এ জনমে না পাই যা-তা পরপারে দিও যেচে।
সান্ত্বনার নিশ্বাসে বুক উঠে ফেঁপে
দমের বিষাক্ত বাতাস বের হয় ধীরে-ধীরে;
যোগ-বিয়োগের হিসাব কষি মেপে
পথ ফেলে এসেছি কতদূর দেখি ফিরে-ফিরে।