বোদাই রাজার দেশে, সূর্য উঠে রাতে;
সোজা কথা ঘুরিয়ে বলে, না-বুঝে যাতে।
কি মজার কথা-
আদরে পায় ব্যথা;
খুশিতে কান্না করে, হাসে মৃতের সাথে।
খল-খলা-খল খলখল, বোকার মতো হাসি;
হাসার মতো হাসতে জানে প্রতিবন্ধী মাসি।
ব্যথা পেলেও হাসে-
আদর ভালবাসে;
হাসতে হাসতে থামতো, যখন কাশতো কাশি।