ঈশান কোণে মেঘ করেছে ভয়ে লাগছে ডর।
দেখ, ঐ এলো কাল-বোশেখী ঝড়।।
নতুন বছর, নতুন দিনে ছাড়িয়া সব কাজ।
বোশেখ মাসের পয়লা দিনে গুড়-গুড় সাজ
শক্ত করে খুঁটি দিয়ে বেঁধে রাখি ঘর।।
দেখ, ঐ এলো কাল-বোশেখী ঝড়।।
মাছ ভর্তা, ইলিশ ভাজি কাঁচা-মরিচ পিয়াজ
ভোর বিহানে পান্তা খেয়ে মেলায় যাবো আজ।
জমছে যখন পুতুল খেলার আসর।।
দেখ, ঐ এলো কাল-বোশেখী ঝড়।।
বাঁশের বাঁশি তাল-পাখা, মাটির পুতুল ষাঁড়
মুয়া-মুড়কি ঘামছায় বেঁধে তুলে নিয়ে ঘাড়
দে-ছুট দে-দৌড় ওরে তোরা সর।।
দেখ, ঐ এলো কাল-বোশেখী ঝড়।।