আকাশের হৃদয় ভেঙে ঝরে কান্নার জল;
আমরা যারে বৃষ্টি বলি অনুতাপের ফল।
গিরি-মেঘ কোলাকুলি,
অনুতাপ যায় ভুলি;
ব্যথার রাগে ঝরঝর পাহাড়ে নামে ঢল।
উদার আকাশে জমে দুখিনীর ফরিয়াদ;
নিপীড়িত বঞ্চিতের না পাওয়া অনুনাদ।
বজ্র-মেঘের চমক,
অগ্নি-ঝলকে ধমক;
বজ্র-বৃষ্টির শিরা বেয়ে ঝরিতে উন্মাদ।
নীল আকাশের রঙে মিশে আছে হলাহল;
মেঘহীন নীল পটে বিচ্ছেদের কোলাহল।
ধীরে ধীরে উষ্ণ-কষ্ট,
জমে-জমে হয় নষ্ট;
ধবল মেঘে মিশে-মিশে ঝরেছে নীলাচল।