জঠর যার আজন্ম শত্রু
তারে সামলাতে বে-হুস;
এক বেলা যদি কাজ না করি
পর বেলাতেই উপোস।
রাজার বিধান মানবো কি আর
বিধির বিধান শূন্য;
রোগ-বালাই আর ঘেঁষবে কোথা
মরতে পারলে ধন্য।
লাঠির আঘাত সয় গো পিঠে
সয় না পেটের জ্বালা;
কর্মহীনের দাও না খাবার
যদি-ই হয় গো ভালা।