আগুনের ফুলকি খানি
জেগেছে তুষে;
হেলায় তার ছোট কণা
রেখেছো পুষে।
বাহিরে ক্ষুদ্র,শান্ত জ্বলে
ভেতর রাগে;
ভেবে নিও তার তাপেও
কামানে দাগে।
ছাই-চাপা পড়ে তবু
জ্বলে ধীরে ধীরে;
পশ্চিমা বাতাস এলে
জ্বলে-পুড়ে নীড়ে।
পুড়িবার শক্তি যার
আছে দেহ মাঝে
যত পায় পুড়ে সে
পুড়ানোর কাজে।
তোষের মাঝে আগুন
গড়িবার আগে;
পায়ে-চাপা দিয়ে ফুলকি
নেভানো লাগে।
তবু যদি জ্বলে ত্যাজে
ঢাল পানি তোড়ে;
নমনীয় রূপে তারে
ঠেল বহু দূরে।