শ্রাবণের ঢল নামে অবিরল শুধু মনে পড়ে;
আজ তুমি কত দূরে? আছো কত দূরে-
বহু দিন গেছে, ভুলা মন ভুলে
মনে নেই কিছু, রেখেছি তুলে;
শ্রাবণের ধারা নামিল যবে, বিরহের সুরে।
আজ তুমি কত দূরে? আছো কত দূরে-
আছো কি তেমন? এখনো চঞ্চল
সুহাসিনী বদনে ঝরে অনর্গল;
অঝর ধারায় নামে-রে যখন ঝরা অন্তঃপুরে।
আজ তুমি কত দূরে? আছো কত দূরে-
শ্রাবণের বারি ভিজিয়েছে মোরে
তাই মনে পড়ে স্মৃতির স্বর্ণচূড়ে;
এমনি দিনের পুরোনো স্মৃতিকথা আসিলে ঘুরে।
আজ তুমি কত দূরে? আছো কত দূরে-
জানি আমি জানি, তোমারও হৃদে
শ্রাবণের রাতে মনে আসে নিদে;
অ-ঘুমে কাটে বিছানার পাশের জানালাটা ধরে।
আজ তুমি কত দূরে? আছো কত দূরে-
শ্রাবণ মাসের ঝর-ঝর ধারা
বিরহ কাতরে জাগরিত মোরা;
নামিলে বর্ষণ যুগল কামনার গাহি-রে সুরে।
আজ তুমি কত দূরে? আছো কত দূরে-