চলে যাবে, যাও।
তোমাকে আটকাবো না।
আর কি করেই বা আটকাবো, বলো?
সে অধিকারতো তুমি ছিনিয়েই নিয়েছো।
তবে একটা অনুরোধ!
চলে যাওয়ার পথে পিছু ফিরে তাকিও না।
চোখের জল ধরে রাখতে পারব না।
আর সেটি দেখে হয়ত তুমিও স্থির থাকতে পারবে না।
হয়তো, গন্ড্দেশ ভিজে উঠবে তোমার ও।
তারপর, তারপর তো তুমি জানই!
গন্ডদেশ ভিজিয়ে দেওয়া তোমার সেই চোখের জলে
নিঃসংগ খড়কুটার মত ভেসে যাবে আমার হ্রিদয়।
আর সেটিই হবে আমার শেষ জলে ভেজা।
তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও।
তোমার চলে যাওয়ার পথে
শেষ বারের মত তাকিয়ে থেকে
আমার দ্রিষ্টি সীমার শেষ রেখাপাত করতে চাই।
আসলে কি; বলতো,
কখনো ভাবিনি এ রকম হবে।
এটাই হয়তো স্রিষ্টি জগতের লীলা।
ওপর ওয়ালার হয়তো এ রকমই ইচ্ছা ছিল।
আমাকে নিয়ে তুমি ভেবো না।
আমি ঠিক নিজেকে সামলে নিব।
দু' একদিন হয়তো তোমাকে মনে পরবে,
তারপর, দেখবে তোমাকে মনেই করব না।
আমি ঠিক পারব।
দাড়িয়ে থেকো না,
তোমার দেরি হয়ে যাচ্ছে।
তুমি যাও।



[কবিতা নয়; একটা অনুভূতি শেয়ার করলাম মাত্র]
১৮/০৬/১৬ ইং