এ মন চায় যাহা
আমিও করি তাহা
দেই নাকো কভূ বাধা,
অন্যায় করলেই হলো
শাস্তি তাকে পেতেই হবে
হোক না সে বাদশাহ জাদা।
দিব নাকো আশ্রয়
করি নাকো ভয়
সত্য বলতে কভূ,
নাই কেহ মোর
এ পৃথিবী জোড়
নয় কেহ মোর প্রভূ।
সত্যবাদীর জয়
নাই তাহার ক্ষয়
জানি,আমি তাহা জানি,
সত্য পথে চলে
যদি কেহ বলে
সে কথাও আমি মানি।
ছাড়িতে পাড়ি বাড়ি
ধরিতে সে তরী
ইসলাম যা'তে আছে,
সত্যের সন্ধানে
থাকবো না বন্ধনে
হঠবো না কভূ পিছে,
হোক যত দূর্লভ
সত্যের উত্সব
ফিরাতেই হবে তাকে,
কুণ্ঠিত হবনা
দ্বিধাবোধ করবো না
যত দিন প্রাণ রবে।
সত্যকে বাচাতে
মিথ্যাকে হঠাতে
রক্ত দিতেও আমি রাজি,
আজীবন চেষ্টায়
সত্য প্রতিষ্ঠায়
রাখবো জীবন বাজী।
রচনাঃ ০২/০৩/২০১২ ইং