<- জানুয়ারী, ২০১০ ইং সন ->
পৃথিবীর মায়া সব-ই যে কায়া
বাস্তবতা তাহা-ই বলে,
বন্ধু-বান্ধব, ভাই-বোন একদিন
সবাই যে যায় চলে।
পাঁচটি বত্সর আমি কাটিয়েছি যেথায়
মনে হয় যেন, সেথায় ছিল
মোর ঘর, সেথায় মোর বাড়ি।
হয়ত এখনো কেহ স্মরন করে মোরে
ফেলায় চোখের বারি।
মিলে মিশে ছিলাম সকলে
ছিলাম ভাই ভাই,
এই পৃথিবীতে-
ইহার চেয়ে শান্তি বুঝি
আর কিছু নাই।
বনে বনে ঘুরাফেরা করে
কাটিয়েছি কত বেলা,
ভাওয়ালের গড়, তাই হাটিতে হাটিতে
শেষ নাহি হয় পথ চলা।
ক্লান্ত হয়ে আবার ফিরিয়া আসিতাম
বন্ধু-বান্ধবের তরে,
হারাইয়া যাইতাম সেথায়
শত শত মানুষের ভীড়ে।
হয়ত বা কেহ মনে করে মোরে
ব্যাথায় অন্তর কাঁপে,
বলেও হয়ত কেন-ই বা আসিয়াছিলে
মানব, বন্ধু রূপে।
* * * * *
<- ডিসেম্বর, ২০১০ ইং সন ->
পাখীরা যেমন এক গাছ হতে
অন্য গাছে বাসা বাঁধে,
ঠিক তেমনি ছিলাম আমি;
অপরূপ এক জায়গায়-
মন আমার কাঁদিয়াছে; তবু
আসিয়াছি আমি,
আসিয়াছি এক নতুন
অচেনা, অজানা সীমানায়।
ফিরে যাইনি এখনো সেথায়;
আজো না,
যাই নি গো আমি,
সেই স্থানে!
মনে পড়ে আজো পুরানো স্রিতি
ভেঙ্গে যায় মন,
কেন প্রতিক্ষণ?
অজানা মায়ার বানে।
যত-ই চাহি বুঝাতে, মন
তবু নাহি বুঝে,
মন কেন আজো পেছনে পড়া
সেই দিন গুলোকে-ই খুঁজে।
রচনাঃ ১৫/০৯/২০১১ ইং সন
(স্রিতি চারন করে লিখা এই কবিতা)