প্রতিদিন, প্রতিক্ষণ কেটে যায়
তোমার প্রতিক্ষায়; তুমি আসবে বলে-
অপেক্ষার প্রহর গুনি।
আওয়াজ শুনে আঁতকে উঠি-
এই বুঝি এলে তুমি;
কতজন-ই তো আসে যায়,
পায়ের শব্দ বাতাসে মিলিয়ে যায়,
পথচারী চলে যায়;
শুধু তুমি-ই এলেনা।
আজ আমি আশাহত!
জানিনা পাব কি না ;
না-কি, না পাওয়ার তৃপ্তি
নিয়েই তুষ্ট থাকতে হবে।
তবুও.....
কৃত্রিম আশার সঞ্চার করে
বসে থাকি তোমার পানে।
কিন্তু..........
শুধুই অপেক্ষা।
রচনাঃ ২৬/১১/২০১৪ ইং