মনে পড়ে কি সেই বর্ষা বিকেলের কথা,
যেদিন প্রথম দেখা হয়েছিল তোমাতে আমাতে।
অনেকবার তাকানোর ব্যার্থ চেষ্টা করেও
প্রতিবারই মিটিমিটি চোখে মুখ ফিরিয়ে নিচ্ছিলে।
টগরের ন্যায় লাল হয়ে গিয়েছিল তোমার চিবুক।
অনেক কিছু বলতেও চেয়েছিলে।
কিন্তু, লজ্জাবতীর মত চুপসে গিয়েছেলে সেদিন।
কি অপরুপ লাগছিল তোমাকে!
যেন স্বর্গীয় পরিবেশে তুমি এক স্বর্গপরী।
বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছিল নিস্তব্ধতায়,
না তুমি কোন কথা বলেছিলে না আমি।
সন্ধ্যার মেঘের গর্জনে নিরবতাও তুমিই ভেঙ্গেছিলে।
অনেক চেষ্টার পর কাঁপাকাঁপা কন্ঠে তুমি বলেছিলে,
সন্ধ্যা হয়ে আসছে, আজ উঠি।
০২/০২/২০১৭ ইং