আমি সেই কবি যে বাংলার গ্রাণ সুকিতে সুকিতে
হয়েছে পাগল পাড়া,
আমি সেই কবি যে বাংলা মায়ের আঁচল ধরিয়া
ঘুরিয়াছে গ্রাম সারা।
আমি সেই কবি যে হাজার বুক পিপাসা নিয়ে
ঘুরে বেড়ায় দ্বারে দ্বারে,
আমি সেই কবি যে বাংলার মাটি বদনে মাখিতে
ফিরে আসে বারে বারে।
আমি সেই কবি যে  আপন মনে জড়ায়ে ধরে
প্রকৃতির নকশীকাঁথা,
আমি সেই কবি যে আনাচে-কানাচে খুজিয়া ফিরিছে
নাটোরের বনলতা।

রচনা: ১৪/০৮/১৬ ইং