কাব্যের ভাষা জানা নেই
তবুও লিখতে বসেছি।
জানিনা কি লিখব আর কাকে লিখব;
শুধু জানি লিখতে হবে।
দু-চার কলম যা লিখব
তা আবার বোধগম্য নয়।
সবার বেলায় না, তবে
কারো কারো বেলায়।
চারদিকে ভাল মানুষের হা-হাকার।
শতশত দৃষ্টি তাকিয়ে আছে;
সব দৃষ্টিই যেন লোভাতুর।
কষ্ট লাগবের জন্য কেউ নেই;
সবাই কষ্ট বাড়াবার তালে।
মুখে খাবার তুলে দেওয়ার কেউ নেই;
তবে ছিনিয়ে নেয় সবাই।
রাজপথের খুন মুছার কেউ নেই;
সবাই রাজপথ রাঙ্গাতে এক্সপার্ট।
শান্তিতে দাঁত বের করার কায়দা নেই;
অসংখ্য হাত ঠোট চেপে ধরে।
যাক, এসব বলে কি লাভ;
কেউতো আর শুনবে না।
উল্টো আমাকে নিয়েই
টানা-হেচড়া শুরু হয়ে যাবে।
রচনা: ০৬/০৫/১৫ ইং