কি করিব এই জীবনে
ভাবছি বসে আপন মনে,
যাচ্ছে দেখা ঘোর আধার
পাল তুলে কি হবরে পাড়।
লক্ষ্য হব শিক্ষা গুরু
চোখ চলিল ছাড়িয়া ভ্রু,
হঠাৎ করেই পড়ল মনে
শিক্ষা গুরুর মানের সনে;
কি-ই বা আছে আমার মাঝে
সাজব আমি গুরুর সাজে।
ভাবছি হব ইঞ্জিনিয়ার
নাইকো খবর দিন দুনিয়ার,
কি করিব পাশ করার পর
গড়তে গিয়ে ভাঙ্গিব ঘর।
ডাক্তারি পথ কঠিন জবর
ভাবনাকে তাই দিলাম কবর।
যাই যেদিকে নাইকো পথ
সব দিকেতে ঘোর বিপদ,
সামনে ভীষন অন্ধকার
কি করিয়া দেই যে পাড়।
ছেড়ে দিয়ে তাইতো সবি
অবশেষে হলাম কবি।
রচনা: ০২/০২/১৫ ইং