"০১"
জৈষ্ঠের এই দিনে বিজলীর ঝলকানী,
ভয় হয়; কুপুকাত, করে মেঘ কানাকানী।
তবুও মন শুনে অন;
বকুনি না বারন।
মিলে সব দস্যি
ভয়ভীতি বশ্যি,
দেয় ছুট. করে হুট,
গোল টেবিল আঁটে কূট।
বাতাসের ঘুরপাক;
আমগুলো ঝরে যাক।
পড়ে আম ধুমধাম,
কাড়া কাড়ি চুমচাম।
যে পারে সেই নিক,
সব মিলে জয় চিক।
মালকিন; বাজে বীণ,
নাক-মুখ করে লীন।
দেয় ছুট গোল্লা
করে সব পাল্লা।
"০২"
ফুটবল মাঠে চল;
ছয় জনে করে দল।
বল নাও দাও গোল;
চিৎকার শোরগোল।
মিলে মিশে খেলো সব
ভুলে যাও ক্রোধ-ক্ষোভ।
খেলা শেষ, চল বেশ,
তবুও তো আছে রেশ;
কার কত গোল হল,
কে খারাপ, কে ভাল।
নাই ভয়; কিছু হয়।
দেখে আর. প্রাণে সয়?
নদীতে মার ঝাপ
মুক্তির ছাড় হাপ।
বর্ষা; ভরসা,
হোক খর-পরশা।
শৈশব হয় এমন
না বুঝে কারো মন।
রচনা: ২০/০৬/১৫ ইং