আমি কবি তাই কাব্যিক ছন্দে
প্রেম করে যাই,
আমি কবি তাই যেথা যাই
তারে খুঁজে পাই।
আমি কবি তাই শ্লোগানে
ঘুষি সাম্যের বাণী,
আমি কবি তাই যে যা- ই বলে
সব আমি মানি।
আমি কবি তাই এক করে
ভাবি অনল-সমীর,
আমি কবি তাই একা ভাবি সব
যত ভাবনা কবির।
আমি কবি তাই যেথা যাই
সেথা ঢালি হুতাশন,
আমি কবি তাই ধরনী জুড়ে
বহাই সুখের সমিরন।
আমি কবি তাই ধুলোই গড়াই
ঐ আকাশের চাঁদ,
আমি কবি তাই সূর্যের আলোয়
সাঁধি কনক্রিটের বাঁধ।
আমি কবি তাই সিন্ধু বুকে
বাঁধি স্বপ্নের ঘর,
আমি কবি তাই অনল দাহে মুছে দেই
সুখ স্বর্গের পর।
আমি কবি তাই জেনে শুনে করি
সঠিক পথের ভুল,
আমি কবি তাই কাঁদা ছুড়ে বলি
দিয়েছি গোলাপের ফুল।
আমি কবি তাই ডানাহীনা করি
শুন্য ভ্রমন,
আমি কবি তাই কুশায় চড়ে করি
সমুদ্রে গমন।
আমি কবি তাই পঙ্গু হয়েও
করি এভারেষ্ট জয়,
আমি কবি তাই কলমের খোচায়
কত ধরিয়েছি ভয়।
রচনাঃ ১৩/০৭/১৫ ইং