আছে ভরা বেশ
মনু ফুরায়নি খাহেশ,
দাও, দাও আরো ভরে।
নেই? তুমি আস পরে।
বাকি বিশ আমরি
লই আগে পুরি।
পেছনে আসো, শূন্য তুমি
যাহা পাও তা-ই লওগো চুমি।
মো' লয়েছি আহরি
তবুও ভরে নাই ভূরি।
ভুখা আছো তুমি থেকে যাও
ধৈর্যের মেওয়া মিঠা স্বাদ নাও।
দেখি, দেখি, দুয়ার ছাড়।
অভদ্রের মত কেন কাড়াকাড়ি কর?
পাবে সবাই, আগে নেই আমি
কার ভাগে কি, জানেন অন্তর্জামি।
খালি ব্যাগ হাতে লাইনে দাড়াও
অযথা কেন মাছে দুয়ার ভিড়াও।
সারা জাহানের এই এক রীতি
নেই কোন তার নিয়ম নীতি।
মজুদ যার হাতে শত বিলিয়ন
কমে গেল তার কর ট্রিলিয়ন।
ও বেটা জিরো? দুর,দুর
সুধাও তারে কেন ঘুর ঘুর।
সময়ের চাকা ঘুরে আসুক
পুরো ভাগ তোর মিলে যাবে
সবুর কর হয়োনা বিমুখ।
রচনা: ২২/০৬/১৫ ইং