১ম পর্বঃ-
আবার যদি আসত ফিরে
বিদ্রোহী নজরুল,
এবার তিনি লিখতেন ফের
স্বাধীনতার ভুল।
রক্ত ভেজা মাটিতে বসে
যারা করছে অবমাননা,
তাহাদের তরে তুলিতেন এবার
কলম-সর্পের ফণা।
স্বাধীনতার নামে বুঝি-
আজ কিনিল পরাধীনতা,
বৃথা গেল কি রক্ত তাঁদের
আর হাজার মায়ের ব্যাথা?
অত্যাচার আর লুন্ঠ্ন আজো
হয়নি নিঃশেষ,
অশান্তিতে ভরে গেছে ভূমি
শান্তির নাইকো লেশ।
পাশ্চাত্য সভ্যতায় সোনার ভূমি
হয়ে গেছে ভরপুর,
বিলিন হয়ে যাচ্ছে যে আজ
স্বাধীনতার জোর।
আবার যদি আসতেন ফিরে
বিপ্লবী শেখ মুজিব,
নিঃসন্দেহে চোখ বুজে
কামড়ে ধরতেন জিব।
বলিতেন তিনি অবনত শিরে
চোখে খানিক জল,
এটাই বুঝি লাখো শহীদের
রক্তদানের ফল!
রচনাঃ ১৩/০৪/২০১২ ইং