রবি যেমন পূব আকাশে
বিলায় দিনের আলো,
দূরীভূত হয় আগমণে তার
রাতের বিধঘূটে কালো।
বাংলা যবে অসহায় প্রায়
সাহিত্য জগতে,
আরেক রবি, সে আসিল ধরায়
তার হাত ধরিতে।
বাচাল সে প্রাণ,সাহিত্যের মান
ধরিয়া সে হাল,
"যেমন লেখ সাহিত্য তাই"
ফেলিল বিশাল জাল।
গন্ডি ভরা লেখা পড়া তার
হয়নি কোন বেলা,
তবুও জ্ঞানের ছিলনা তুলনা
সে যেন জ্ঞানের-ই মেলা।
সাহিত্য তার ছিল অতুল
এ ধরার মাঝ,
তাতে ছিল আরো জ্ঞান-গরিমা
আর বাক্য, অক্ষরের সাঝ।
চর্চায় তাহা কেহ যদি কভূ
তারে করে অনুসার,
সাহিত্য তার হবে নিশ্চিত
অনুস্রিত দ্বার।
সাফল্য তারে দিয়েছিল ধরা
কঠোর সাধনায়,
চূড়ান্ত ফল, শ্রেষ্ঠ হওয়া
তাদেরই তো মানায়।
মৃত্যু যবে এসেছিল তার
উঠানের আঙ্গিণায়,
হার মানে সবই তাহার নিকটে
সাহিত্য চর্চায়।
অনেক টাকা এসেছিল হাতে
ছিল আরো জমিদারী,
তবুও তো তার দাম্ভিকতায়
ঝড়েনি কবরী।
জমিদারী সব ছিল এ ধরায়
যায় নি কিছুই সাথে,
পাবে নাকো সে সঙ্গী সাথি
দিনে কিংবা রাতে।
রচনাঃ ০৬/০৫/২০১২ ইং