রক্ত মাখা দীর্ঘ ন-মাস-
হাজার মায়ের শূণ্য বুক,
অশ্রু সিক্ত লাখো চোখ,
বিষাদ সিন্ধু মনের সুখ।
তবুও রুক্ষ বাতাস; রুদ্ধ শ্বাসে
একটু হাসির একটু আশ।
অন্ন থালায় মা বসে হায়;
ছোট্ট সোনা আয় খাবি আয়।
অচিন সুরে ডাকছে যে মন,
খোকার বুঝি ঝড়লো-রে খুন।
মায়ের চোখে নাইকো-রে ঘুম,
মনের কোণে মরু সাইমুম;
দুলাল যে তার আপন মনে
পড়তে গেল মৃত্যুর ফাস।
তবুও একটু হাসির একটু আশ।
ভয়ের কোপে হাজার মা বোন,
সাপের ছোবল পড়ল কখন!
বি'দল বুঝি সতিত্বের জাল।
রাত পোহালে আখি মেলে-
ভোরের আলো দেখবে কি কাল?
হরদম কিযে ভীত মনে-
একটু হাসির একটু আশ।
রক্ত ক্ষরণ, ইজ্জত হরণ,
ক্ষণে ক্ষণে অশ্রের গর্জন,
চতুর্দিকে লাশের গন্ধ,
আর্তনাদে কর্ণরন্ধ্র হলো যেন বন্ধ।
তবুও ঠোটের কোণে মিষ্টি হাসি,
মনের কোণে একটু আশ।