দীন-হীন ভিক্ষুক ভরপেটে আহারে,
লাফ দেয় লহরি উত্তাল পাথারে।
অন্ত্জ গায় গান দিকহারা আহ্লাদ,
ঝরে যাওয়া পত্তর করে কেন অনুনাদ?
কোকনাদ হাসি মুখে সাজিয়েছে অম্বুকে,
তৃপ্তির ঢেউ খেলে আরবের মরুবুকে।
বশ মানে বনরাজ; করে পা চুম্বন,
খুশিতে বনশিখা ভূলে যায় শিহরণ।
স্রোত্স্বীনি তটিনী বয়ে যায় অবিরাম,
কলকল ধ্বনি তুলে জপে যেন কার নাম!
সাইমুম বয়ে চলে নাহি ছোয় কারো চুখ,
কে জানে? কি কারন? তার মনে এত সুখ।
পরভৃত গান গায়; সুর তার অন্য,
নেই কোন সংশয় কথা গুলো ভিন্ন।
কার তরে চঞ্চল প্রাণ হীণ এ ভূধর,
কি কারন বিনয়ী প্রখর ঐ ভাস্কর?
কেকা নাচে পুলকে মুখে কার জয়গান,
কে জানে কে সে যার তরে আয়োজন?
সব যারে বশমানে কোন সে পালোয়ান?
নূর-নবী মোস্ত্ফা এ ধরায় আগোয়ান।
রচনাঃ ০৭/০১/২০১৪ ইং
(মিলাদুন্নবী সাঃ উপলক্ষে)