রিক্ত হস্তে ফিরিও না কভূ
যদি কেহ চাহে তব কাছে,
পার যদি তবে দাও একটু
বেশি দুঃখ যদি ঘুচে।
ধমক নাহি কভূ দিও
হাত যদি আসে বেড়ে,
চাহেন যদি তিনি সম্পদ তোমার
নিতে পারেন সব-ই কেড়ে।
না পার যদি দিতে কিছু
কোন দিন, কোন পথে
নম্র-কোমল আচরণ তোমার
দিয়ে দিও তার সাথে।
প্রভূ তোমায় দিয়েছেন ধন
পরীক্ষায় ফেলেছেন তারে,
পারেন তিনি রাখিতে তাহাকে
পুষ্প সাজানো ঘরে।
দুঃখ যাহার আছে শুধু
সেই বুঝে মর্ম,
যদি পার তুমি দিতে সন্ধান
দাও তারে কোন কর্ম।
অন্ন যাহার জোটেনা দুবেলা
কষ্ট তাহার সেই বুঝে,
পার যদি তবে করাও আহার
বুকে জড়াও তারে নিজে।
হও সদয় দূর্বলের তরে
তাহা ইসলামের নির্দেশ
পরকালে তুমি পাবে প্রতিদান
সন্দেহের নাইকো লেশ।
রচনাঃ ০২/০৫/২০১২ ইং
শিক্ষাঃ দূর্বলের প্রতি সদয় হওয়া আমাদের সকলের ঈমানী দায়ীত্ব।