জীবন মানে বা্চা-মরার
যুদ্ধের খোলা ডাক,
জীবন মানে বাঘের গর্জন
অকুত্ভয় হাক।
জীবন মানে টিকে থাকার
বিরামহীন লড়াই,
জীবন মানে এগিয়ে চলা
ভয়ভীতি ছাড়াই।
জীবন মানে কাল বৈশাখীরই
ঝড়ো-ঝাপ্টা হাওয়া,
জীবন মানে বসন্তের সেই
রূপকারকে পাওয়া।
জীবন মানে রণাঙ্গনে
প্রাণ পণে লড়া,
জীবন মানে শুষ্ক শীতে
গাছের পাতা ঝড়া।
জীবন মানে সকাল-সন্ধার
চ্ন্দ্র-সূর্যের খেলা,
জীবন মানে আনন্দের ঢেউ
বৈশাখীর সেই মেলা।
জীবন মানে মৃত্যুর নিকট
হবেই পরাজিত,
সে দিন তোমার ধন সম্পদ
সব-ই বাজেয়াপ্ত।
রচনা:২৬/০৫/১১ ইং
শিক্ষাঃ জীবনে লড়তে হবে
(Life is nothing; but an war)
পছন্দ : : ভাগ করুন