ল্যাম্পোস্টের নিচে নিয়নের অস্পষ্ট আলোয়
গভীর রাতের নিস্তব্ধতার পেছনে ছুটছি-
ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া প্রাণের সন্ধানে।
কন্টকাব্রিত প্রস্ফুটিত গোলাপের রূপে
মুগ্ধতা ছড়ানো বিষাক্ততা_
কুকুর-শৃগালের নজড় এড়িয়ে
হায়েনার হাতে নিজেকে সমর্পণের আয়োজনে
বুনো উল্লাসে মেতে উঠা_এইতো জীবন।
স্বস্তির অভিপ্রায়ে নিজেকে সবথেকে অস্বস্তির মধ্যে ঠেলে দেওয়ার মাঝে
পরম আনন্দ খুঁজে নেওয়া_
এখন আর রূপকথার গল্প বলা হয় না।
সময় চরম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে_
যে বাস্তবতা বিছানার চাদরে লেগে থাকা
রক্তের দাগে ভালবাসা খুঁজে বেড়ায়,
নিত্য নতুন সংস্পর্শে ভালবাসার গন্ধ তালাশ করে_
সেই বাস্তবতার পেছনে ছুটছি।
এইতো জীবন,
জীবনের অভিস্ট লক্ষ্য মৃত্যুর দিকে ছুটছি।
(২০/০৫/২০ ইং)