নজরুল তুমি বাঙ্গালী জাতীর
মাথার উপর তাজ,
বিদ্রোহী তুমি, রনবীর
তুমি ব্রিটিশ বিরোধী বাজ।
অগ্নী সদায় ঝড়িয়েছ তব
কলমের নিবে,
বাঙ্গালী জাতি আ-মরন তোমায়
ফুলের মালা দিবে।
চুন কালি মেখে সাজিয়েছ তুমি
হানাদারদের মুখ,
লাখ-কোটি মানব গড়িয়াছ
আশায় ভরিয়াছ বুক।
কারাবরনে-ও তুমি হও নি ক্ষুব্ধ
মেনেছ হাসি মুখে,
তবু-ও যেন লাখো জনতা
না মরে ধুকে।
কারার জালে-ও কলম তোমার
থাকেনি কো থেমে,
শিরায় যাহার প্রতিবাদী রক্ত
কোন জন তাকে দমে।
চোখ খুলে-ই দেখিয়াছে তারা
তোমার অগ্নিঝড়া লেখা,
ক্ষনে ক্ষনে তাদের অন্তর মাঝে
টানিয়াছ বিষরেখা।
প্রেরণা তুমি যুগিয়েছ সদা
কৃষাণ-মজুর সবে,
যতদিন এ মাটি থাকিবে ভাসিয়া
তোমার নাম তারা লবে।
প্রেরণা তোমার যায়নি বৃথা,
হয়নি অযথা,
ছিনিয়ে এনেছে বঙ্গবীরেরা
শান্ত স্বাধীনতা।
নজরুল তুমি হয়েছ অমর
মাঝে বাঙ্গালীর,
আজো তোমায় কোটি জনতা
স্মরণ করে, শ্রব্ধায়
অবনত করে শির।
রচনাঃ ২৩/০৫/২০১২ ইং
(নজরুল জয়ন্তি উপলক্ষে রচিত)