মাসে যেমন গোধূলি সেমন হয়ে আসে,
সেই রমজানের আসে খুশি নিরাপদে।
আল্লাহর প্রতি মানুষ যেন আত্মসমর্পণ,
প্রাণে প্রাণ নিয়ে করে দান ইফতারি আমার।
সূরা পাঠ করে একটি জ্ঞান জানাই,
আমি প্রাণপ্রিয়দের সঙ্গে করে খাই।
পুরাতন পাত্র থেকে খাওয়া পায় বেশি সুখ,
ইফতারির রোমাঞ্চ আমার সীমিত নয় শুধুই।
বেশি করে একটু দিন একটু পেট বাঁচাই,
করতে হবে রোজা তা মনে রাখি সর্বদা আমি।
ইফতারির খাবার খাওয়া এক সুন্দর ভাব,
বিস্ময় করে দেখি সবাই খাওয়ার আবহাওয়া শ্রীমতি।