নয় আর কারো জন্য,
আমি হয়েছি এত হন্য।
জান? শুধু তোমারই জন্য?


যেদিন ঐ ছোট্ট নদীর তীরে।
দিয়েছিলে দেখা তুমি
আমার এ মনে, হাজারো লোকের ভীরে।

সেদিন হতে কভু ভুলিনি তোমায়,
যেন হারিয়ে গেছি মায়াবী প্রেমের বায়।

জানি না কেন?
না দেখলে তোমার ঐ মুখ।
বড্ড ব্যাথায় ফেটে পরে
আমার এ বুক।

জানি না কেন?
তোমার ঐ মিষ্টি মুখের দুষ্টু হাসি
আমি এতো ভালোবাসি।

দক্ষিণা বাতাস এসে
মনে করে দেয় তোমার কথা।
সোনালী সূর্য হয়ে এসে তুমি,
ভুলে দাও, আমার সব ব্যাথা।

আমি আবারও দেখতে চাই
তোমার ঐ মিষ্টি মুখের দুষ্টু হাসি।
শত কিছুর পরেও, এ অধম।
শুধু এতটুকুই জানি।

জান।"আই লাভ ইউ"
আমি তোমায় অনেক ভালবাসি।