পেশায় উকিল বটে, চোখে তার জিঘাংসার ঝড়
কথায় কথার ঢেউ অবিরাম মহা তোলপাড়
কথার করাত কলে দ্বিখণ্ডিত বিবেকের ধড়
চাপায় কাঁপায় বন। পশুরাজ মাংসল আহার।

হরিহর আত্মা যেন গলাগলি, কাঙ্খিত মড়ক
ধেয়ে আসে দূরথেকে ধান্দাবাজ পুঁতিগন্ধ বায়ু
আকাল বন্যার ক্ষেদ ডুবে যায় শোভিত সড়ক
তুমি আমি কোন ছার অতি ভক্তি বাড়ে পরমায়ূ ।

আশ্বিনা পূর্ণিমা রাত ধুরন্ধর শেয়ালের হাক
প্রাচীর ডিঙিয়ে আসে দুর্নিবার প্রচণ্ড প্রতাপে মোয়াক্কেল বুঝে যায় নির্দ্বিধায় কিসের ফারাক
অযাচিত আবদারে অসহায় অন্তরাত্মা কাঁপে

চোখে তার জমা থাকে অলৌকিক ক্রোধের অনল
সত্য মিথ্যা একাকার খেয়া পার নদী নুন জল ।