বলছি বুবু থামুন
বলতে গিয়ে সেই কথাটা
হাটু জলে নামুন
আমার কি আর
    ছিলো কিছু বলার
গলা ছেড়ে জলের কথা
বলতে গিয়ে
কী হাল দেখুন গলার

গলায় নাকি রোগের বালাই
করোনা কাল পালাই পালাই
তবু বলতে কিছু হবে
হবু চন্দ্রের সোনার দেশে
ফলবে সোনা কবে


আহা। বুবু কী আর থামে
মর্ত্যধামে
বুবুই সেরা কুটনামি সব কামে
আর আমি ! ডানে কিংবা বামে
নিদাঘ দুপুর ভিজি একা
          আকামে আর ঘামে

বাংলাদেশে অবশেষে
উঠলো হেসে আদিকালের চাঁদ
আমরা দেখি করোনা আর
ইতাল বুবুর ফাঁদ।