একজন কবি কখনো হৃদরোগে আক্রান্ত হয় না
সমগ্র প্রকৃতির ভেতর
কিম্বা প্রকৃতির রক্তের ভেতর মিশে আছে
মিশে থাকে কবির হৃদপিণ্ড
পৃথিবীর সকল অরণ্যই কবিতা
পৃথিবীর সমূদয় সমুদ্রস্রোতে বহমান কবিতার ছন্দ
অতএব একজন কবি কখনো হৃদরোগে আক্রান্ত হতে পারে না
এই গ্রহে ছায়াপথে নক্ষত্রের আগুন বিছানো শয্যায়
এই সৌরলোকে চাদের চোখ থেকে নির্গত ফোটা ফোটা তরল জোছনায় প্রতিনিয়ত যেখানে খুজেঁ পাওয়া যায় কবির অস্তিত্ব
কি করে কবি বক্ষে বাসা বাধে সেই কীট
কোন কবির যখন পাজরের বাম অলিন্দে ব্যথা অনুভূত হয়
বুঝে নিও প্রকৃতির কোথাও ভারসাম্যের হেরফের হয়েছে
একজন কবির হৃদকম্প মানেই হৃদরোগ নয়
প্রকৃতির কান্না