হে মানুষ। বলো আজ কোথায় তোমার দম্ভ।
অনু সম একরত্তি ভাইরাস। তাতেই কাবু তুমি
এক এক করে খসে পড়ে সব মানবিক স্তম্ভ
মৃত্যুর মিছিল, শহর নগর, জনপথ বিস্তৃর্ণ ভূমি
চীন থেকে সেই দারুচিনি দ্বীপ। এশিয়া মাইনর
সাদা কালো লাজ নম্র দীঘল আর পুষ্পিত ইরান
জ্ঞানভারে নুয়ে পরা অতি পণ্ডিত। শূন্য করে ঘর
পিষ্ঠ বুঝি করোনা পদতলে হায়, সবকিছু বিরান
ইতালি আজ মিতালী করে মৃত্যুর সাথে অনায়াসে
সমগ্র ইউরোপ যেন প্রেতের নগরী , মৃত্যুপুরী
ভেঙে পড়ে ধীরে মানব সভ্যতা করোনা সন্ত্রাসে
মার্কিন মুল্লুক জুড়ে হাহাকার, কিসের বাহাদুরী
যদি পারো আণবিক বিষ্পরণে গুড়িয়ে দাও
করোনা কদম কিংবা বিষের অনুগত আস্তরণ
চোখের পলকে তার রুক্ষ দেহ হয়ে যাক উধাও
আমরা সবাই মানবিক হবো। এই করেছি পণ।
করোনা তুমি কদম হয়ে যাও , তুলে নেব বুকে
প্রেম হবে তোমার সাথেই। যে যা বলুক নিন্দুকে
মার্চ ২০. ২০২০ মধ্যরাত