চোখে তার জল নামে বিমোহিত বিন্দু বিন্দু কণা
বয়ে যায় নির্দ্বিধায় স্বর্ণসিক্ত স্নিগ্ধ তার ধারা
আনন্দ বন্যায় ভাসে চিত্রকল্প কাব্যিক আল্পনা
সাফল্যের সেই জলে মাতোয়ারা, কবি খেই হারা
যেই চোখে আনন্দের বান ডাকে সেইচোখে শোক
কবির ভাবের মতো স্রোতস্বিনী প্রবল প্রাঞ্জল
চারদিকে অন্ধকার তবু তার ঋদ্ধ কল্পলোক
আলোর গোলক হয়ে অবিরল হাসে খলবল
নিষিদ্ধ সময় আজ দ্বিখণ্ডিত আমার সমাজ
দেখে যাও চক্ষু বুজে বিবেকের অতৃপ্ত দহন
অসভ্য লোকেরা কয় এই সবে নেই তার কাজ
সাফল্য পেছনে ঠেলে অবক্ষয় করেছি বহন।
খরাদগ্ধ এই দেশ বৃষ্টিহীন। প্রার্থনার মতো
নামুক বৃষ্টির গান ভরে যাক খাল বিল যতো