চোখ দুটি যেন তার রহস্যের অপার আধার
বসন ভূষণ আহা পরিযায়ী অদেখা উড়াল
এক দেখাতে কি ভরে মন তাই দেখি বারবার
যে দেখার শেষ নেই। অন্ধকার দিকচক্রবাল
লোকে কয় নাম তার অনিন্দিতা শ্রী কৃষ্ণের রাধা
কতটুকু জানি আমি সমুদ্রের অদৃশ্য অতল
গোপনে গোপনে সেই দুটি নাম পরস্পরে বাঁধা
কিছুই সঞ্চয় নেই। ভালবাসা সহায় সম্বল
মানিকে রতনে মিলে একাকার রহস্য অপার
তাহার শাড়ির ভাঁজে লুকায়িত প্রেমের নিশান
ভরে না আমার মন। তাই দেখি তারে বারবার
আমি আজ হয়ে গেছি তার তরে কাব্যের কিষাণ