এখন চারদিকে শুধু মিথ্যার বয়ান
কেমন অবলীলায় মিথ্যার পরাগায়ন হয়
ফোটে না ফুল মোহন ভঙ্গীতে সহজাত
অশ্রুজলে সিক্ত মিথ্যাগুলো
আবেগে উদ্ভাসিত তরঙ্গে বহমান
উড়ে যায় মান্দালয় থেকে নেপিডো
এভাবেই একদিন সমূদয় গোলাপ বাগান
ভরে যায় আফিমের ফুলে
এখানে এখন বসন্ত আসেনা চৈত্র-নিশীথে।
ইরাবতীর স্বচ্ছজলে সাঁতার কাটা
সত্যশুভ্র মাছগুলো মিথ্যায় আক্রান্ত
কদাকার বাঙ্গাচির মতো কুৎসিত
সাউন্ড গ্রেনেড উদগিরিত
ইয়াঙ্গুনের বাতাসে
ভাসমান শিসার বৈষম্য
ঢাকায় বসে আমরা স্বর্গসুখ অনুভব করি ।