অদ্ভুত সময় এক স্বেচ্ছাচার, চেটেপুটে খায়
কি পিয়ন অধিকর্তা নিওনের আলো ঝলমল
অনন্য নজির কিংবা বেনজির গড়ে নির্দ্বিধায়
দুর্নীতিস্থাপত্য কলা রপ্ত করে চুরির কৌশল
চোরের মায়ের গলা আজীবন দেখি শক্তিশালী
মহান সন্ন্যাসী সেজে নীতিবাক্য সভা সেমিনারে
কিসের কবিতা বলো বিভীষণ,কোষাগার খালি
দাঁড়িয়ে রয়েছি আজ বিভ্রান্তির খাদের কিনারে
গাড়ির চালক কেন বাদ যাবে, নাগরিক ভীড়ে
যেখানে ভাগের পালা চাই তাঁর সুষম বন্টন
হরিজন মহাজন এক হয় স্বার্থের খাতিরে
জলশূন্য কলসিটা বাজে খুব ঠন ঠন ঠন
আসাদ মান্নান কবি, বলো আজ কি হয়েছে হাল
লেখাপড়া জানা লোক সহজেই কত বেসামাল