রমজান আসছে, নাও প্রস্তুতি,
পবিত্র করো মন ও মতি।
গুনাহ ছেড়ে করো তওবা,
ফিরে এসো আল্লাহর পথে সোজা।

নামাজ কায়েম করো,
কুরআনের আয়াত শেখো।
রোজার নিয়ত শক্ত করো,
সবর-শুকরের পথটা ধরো।

সেহেরির মাঝে বরকত ভরা,
ইফতারে মাঝে রহমের মেলা।
শয়তান হবে শিকলবন্দি,
মুসলিম হবে স্বাধীন,পাবে মুক্তি।

এ মাসেতে দাও সাদকা , করো দান,
গরিবের মুখে ফুটাও হাসির প্রাণ।
এ মাস ক্ষমার মাস, নাজাতের ভেলা,
রহম ঝরবে সারা নিশি-বেলা।

রমজানের শেষে ঈদ আসবে,
সফল জীবন আনন্দ দেবে।
আসো, হৃদয়ে আলো জ্বালি,
আল্লাহর প্রেমে জীবন গড়ি।