বিসমিল্লাহ দিয়ে শুরু করি পথ,
আশার আলোয় ভরে উঠুক রথ।
আকাশ বাতাস, ধরণীর কোলে,
রবের দয়া ঝরে শত দোলে।

বিসমিল্লাহ, নামটি মধুর,
যেন জ্যোৎস্নার স্নিগ্ধ সুধুর।
যতবার বলি, শান্তি পাই,
মনকে শুদ্ধ আলোয় ছাই।

আঁধার রাতে পথিক ক্লান্ত,
এই নামে পায় স্বস্তি শান্ত।

এ নামেই প্রভাতে সূর্য ওঠে,
মুসলিম এ নামেই যায় ছুটে কর্ম মাঠে।
এ নাম বরকতে ভরা রহমতে খোদার,
এ নাম হিরা, মনি মুক্তা থেকেও প্রিয় আমার।


শুরু যেখানে, কল্যাণ সেখানে,
এই নামেই সুখ জীবন টানে।
আসুক ধরা আলোয় ভরে,
বিসমিল্লাহ থাকুক হৃদয় জুড়ে।