আমার বাংলাদেশ, আমি অনেক ভালবাসি,
এ বাংলার মাটিতে মিশে আছে আমার কত স্মৃতি
কত সুন্দর এদেশের আকাশ বাতাস নদ নদী, সবুজ ঘাসে ঢেকে আছে হায় এদেশের মাটি।

যখনই চারিদিকে তাকিয়ে নিরবে দেখি প্রকৃতি, তখনই আমার মন ভরে যায় হায়,
কত সুন্দর এদেশের মাটি।

এ মাটি আমার জন্মভূমি
এ মাটিতেই আমার বেড়ে ওঠা
তাই এদেশের এক বিন্দু মাটি
আমার জীবনের চেয়েও কোটি গুনে দামি ।

তাই সবাইকে গম্ভীর স্বরে বলি,
জীবন বিলিয়ে দিব
তবুও কেরে নিতে দিব না এ বাংলার মাটি।

মনে করে দেখো একাত্তরের কথা,
এ মাটি স্বাধীন করিতে জরিছে কত রক্ত,
কত শহীদ দিয়াছে জীবন হায়!
তারা ছিল দেশের কতইনা ভক্ত।
২৪ শের জুলাই বিপ্লবে দিয়াছে জীবন,
আবু সাঈদ ও মুগ্ধ।
তাই এ স্বাধীন বাংলা রাখিবো স্বাধীন যদিও করিতে হয় মরণপন যুদ্ধ।