পারুল

বেখায়ালী মনে তুমা ছাড়া কিছু ভাবিতে যে পারি না,
হিয়া মোর লুট হয়েছে প্রেম  কী পাবো না?

তুমার এই মিষ্টি হাসিতে পরীরা হিংসায় ফেটে পরে,
আর রক্তিম মুখখানার আলোয় চাঁদ মামাটাও লুকিয়ে পরে।
এই পৃথিবীর বুকে আলো ছড়ায়ো না পাছে মানুষ চাদেঁ ভুলেও তাকাবে না,
চলে এসো আমার পৃথিবীতে,চাঁদ হয়ে সবার হয়ো না!

তুমার কালো পাড়ওয়ালা লাল শাড়িতে একটু বাতাস  কী  দেবে?
জংশনে একটু হাটব,হাত টা  কী একটু বাড়াবে?
পহেলা ফাল্গুনে তুমার মাথায় পড়াবো ফাল্গুনী ,বৈশাখীতে রেশমী চুড়ি,
জোসনা রাতে তুমার কোলে রাখব মাথা,
হাজারো স্বপ্নের হবে ছড়াছড়ি।

রংধনুর সাত রঙে আঁকিতেছি তুমায় আপন মনে এ নিরালায়!
মাঝে মাঝে কত দিন যে কাটে রংধনুর একটু রঙের আশায়!
ভালবেসে ফেলেছি তুমায় ওগো প্রেয়সী মোর পারুল ,
আমার এই ভালবাসায় নেই কিনারা নেই আদৌ কোন কূল।

তুমার হিয়ার মাঝে ডেকে নাও আমায় করোনা তো তালবাহানা,
তুমি স্বপ্ন,তুমি ইচ্ছে,তুমি অনন্যা,এ হৃদয় জুরে শুধুই তুমার ভাবনা।
যদি তুমার মাঝে বিলীন হয়ে যায় হৃদয় মন্দিরে দেব তালা,
ব্রহ্মপুত্রের পানে চাবি রাখিব জানিব শুধু এই আমি একলা।

পাশেইতো আছি পারুল,খুজিঁয়া লও আমায়!
ভালো থাকো তুমি,ভালোবেসো আমায়।।