আমার একটু চাওয়া তোর শত অজুহাত
শত অকারণ তবু হাতে হাত।
নাইবা আর চাইলাম ,প্রাপ্তির ঝুলিটা শূন্যই থাক
স্বার্থগুলি না গুচুক,বিশুদ্ধ আবেগটাই থাক।
খড়া রোদের বট বৃক্ষই হলাম,আমার মূলে প্রাণ নাইবা থাক
ছাতার বাইরে বৃষ্টিতেই ভিজলাম,তুই নাহয় উষ্ণতাতেই থাক।
তোর বেখেয়ালী মনে আমি অকারণ
তোর মনের মিথ্যে বিজ্ঞাপন ।
তোর মিথ্যে হাসি,তোর মিথ্যে আহ্লাদি
সব বুঝেও নিলাম বরণ কারণ ভালবাসি।
আমি ছোট গল্পের ছোট্ট চরিত্র, ভাবতে পারিস সেরা মিত্র
এই গল্পে আমি বন্ধু , তাই বিলিয়ে দিলাম সর্বস্ব।।