ঐ ছেরিটা চড়ল গাড়ি,
যাচ্ছে নাকি বরের বাড়ি!
বলল আমায়; ওরে খোকা,
যাচ্ছ কোথা,একলা একা?

বললাম আমি;দিয়ে আড়ি,
চলছি আমি যমের বাড়ি।
বলল ডেকে কান্নাস্বরে;
ওই বাড়িতো অনেক দূরে!

যম থাকে তো উল্টোপথে,
হাঁপিয়ে যাবে,হোঁচট খাবে।
বললাম আমি;বুঝি সবে,
কে আছে আপন ভবে?

আসল কথা হয়নি বলা,
তাইতো আজি একলা চলা!

১৭/০২/২০১৮