গল্পটা যে তোমার আমার,
তবে বলছি অন্য সুরে।
যেখানে কোন সমাপ্তি নাই,
সবকিছু তবু দূরে!
পাখপাখালি ভালোবাসি
কেউ তো বোঝে না,
তাদের প্রতি গভীর দৃষ্টি
মিলে যায় ভাবনা!
দল বেঁধে সব উড়ছে দেখি
উড়ছে ঝাঁকে ঝাঁকে,
ভোরবেলাতে ঘুম ভেঙ্গে যায়
মিষ্টি সুরের ডাকে!
পুকুর পাড়ে গড়ছে বাসা
জাম গাছটার ডালে,
হটাৎ সেথায় নজর দিল,
পাড়ার দুষ্ট কিছু ছেলে!
ডাল ছেড়ে ডাল ছুটছে পাখি,
কন্ঠে নাই তার সুর!
যদি না পাখি নীড় হারাতো,
হতো কতই না মধুর।
ঝড় বাদলেও হেলে দুলে
করতো কত গান,
সেই পাখি আজ নীরব কেন?
আনন্দ সব ম্লান!
গল্পটা ছিল তোমার আমার,
সব শূন্যেই পড়ে আছে!
ভেবেছিলাম আসবে ঘরে,
সেই স্বপ্ন দেখাটাই মিছে!
#nurnobifulkuri
তাং- ১৯.০৭.২০২২ খ্রি.