আমার এ জীবন খানি
আজ আমার জন্য নয়,
মেনে নিলে পাই অমরত্ব
আসে দুঃখ-কষ্ট ক্ষয়!
কত বসন্ত আসে যায়
তবু পাই না খুঁজে নীড়,
বুকে সবাই ছুঁড়ে মারে
বিষে ভরা এক তীর!
আপন মানুষ হলে পর
আঘাতে ঝাঁঝড়া বুক,
শেষ বিদায় দিয়ে গেলে
মেলে অশ্রুসিক্ত সুখ!
থাকবে কবি হাসিমুখে
যদি বিদায়ে হয় দেখা,
থমকে যেত মনের ভেতর
যত রঙিন ছবি আঁকা!
ফুলগুলো শুকিয়ে যাবে
পাপড়িও যাবে ঝরে,
ঘুম ভাঙানো কলকাকলি
আসবে না আর ভোরে!
#nurnobifulkuri
22 March 2022