সুখের নীড়ে ঘর পেতেছি
এ মনে বিরহ বেদনা নাই,
নাই কলহ ঝগড়া বিবাদ
বুঝি ছন্দ আসেনা তাই!
নাই কোনো বিমর্ষতা,
না যাই নিধুয়া পাতার,
রাতকেও দেখি আলোকিত
নাই বুঝি কোনো আঁধার!
খোলা আকাশে হয়না তাকানো
গুনি নাই সে যে কতদিন,
এসেছে এবার শোধরাতে সময়
সেই নদীর পাড়ের দিন!
সুখের নীড়ে আসন পেতে
সকল দুঃখ ভুলে চাই,
তাইতো বসি নদীর তীরে
মন খুলে গান গাই।
#nurnobifulkuri
তাং- ৩০.০৬.২০২১