জানি,
হাজার লোকের ভীরেও
তোমায় খুঁজে পাব না আর,
তাই তো আমি সাধু হয়েছি
থাকিতে চির কুমার!
আশায় তবু বসেই আছি
আস যদি কভূ ফিরে;
এ হৃদয়ে যত ভালোবাসা
দেখাব তাহা চিরে।
কভূ হেরিনাই তোমায়
আমার নয়ন ভরিয়া,
তবুও মিছে অপবাদে
গেছ পায়েতে মারিয়া!
একবার ঐ তোমার হিয়া
মায়ায় পড়ে না চায় ফিরিয়া?
যদি ফিরে চায়
ফিরে দেখ হায়;
বসে আছি আজও
শুধু তোমারি আশায়।।
08.04.2017