শীতের রাত সেই তো বোঝে
যার ঘরে নাই কাঁথা,
কেটে যায় যার নির্ঘুম রাত
বাহুতে রেখে মাথা!

আমরা যারা আয়েশ করে
লেপের নিচে থাকি।
কাঁপুনি দিয়ে জ্বর আসে কার
তার কি খবর রাখি?

আরাম আয়েশ সবই আছে
কত রকম আরো ভোজ!
পথের পাড়ে কে বা ঘুমায়,
করি কি তাদের খোঁজ?

দাতা হই কত মঞ্চে উঠে
ভরি ভরি করি দান,
দেখি কি কভু রাতের আঁধারে;
যায় যায় কার প্রাণ?

==================
লেখকঃ সংগঠক ও গণমাধ্যমকর্মী
তাং- ২০.০১.২০২১ ইং