প্রথম যেদিন পলক পড়ে মায়ায় পড়ে যাই
ছায়া হয়েছে মায়াগুলো ভালোবেসেছি তাই।
রূপের মাঝে ভেসে উঠেছে পরীর মত ছবি,
স্বপ্নগুলো সত্যি হবে চোখ বুজে শুধু ভাবি!
ভাবলাম সে আড়াই বছর হয়নি'ক মুখে বলা,
মনের মাঝে ঢুকে গিয়ে দিল করলাম খোলা!
সরলতা পেয়ে সরল মনে কথাখানি ছুঁড়ে দেই,
পরের দিনে খবর পেলাম কোনো আপত্তি নেই!
ডাক পাড়িলো যাইনি সেদিন বড় পুকুর ধারে
দেখেছি তবু রূপের ছটা একটু ছিলাম দূরে।
রেগে গজগজ রঙ হয়েছে লাল টমেটোর মতো,
মুক্তাকাশে ছড়িয়ে দিলাম মনের আবেগ যতো।
কাঁদলে ঝরে পরীর চোখে শ্রাবণের বারিধারা,
হাসলে আবার ঝলক মারে নীলাকাশের তারা।
যেদিন দিয়েছে কোমল হাতে মিষ্টি খিলি পান
বিনিময়ে দিয়েছি সপে আমার এই মন প্রাণ।
#nurnobifulkuri 08 August 2023