রাত জাগা পাখিগুলি কই
এসো না দুঃখের গল্প করি,
কাক ডাকা ভোরে জাগি না
তবু অলসতা নেই আমার।

সারাদিন কত গল্প শুনি
রাত জেগে জেগে স্বপ্ন বুনি,
তব মেটে না গল্পের স্বাদ
কেঁদে কেঁদে কাটে কত রাত।

সেদিনের ওই কালো রাতে
জানি করেছি কি অপরাধ,
সবাই গেল একে একে
পেয়েছি আমি কষ্টের ভাগ।

চাইনি কেন মনকে বোঝাতে
সে ভুলে বসেছি সবি হারাতে
তোমায় ফেরাতে বুঝেছি আঁখি
সেজেছি সেদিন বুদ্ধির ঢেঁকি।

০৬/০৫/২০১৮