পাগল করে দেয়
ঈষৎ হাসি হেসে,
বড় শয়তান ওরা
ঘোরে সাধুর বেশে।
জেনে রেখো ভাই
ওরাই বড্ড পাজি,
আগে করে চুরি
পরে সাজ নেয় হাজী।
মুখে বড় বড় কথা
কতযে মধু মাখা,
আসল রূপটা তার
পোষাকেই থাকে ঢাকা।
পাশে বসে মন্ত্র শোনাবে
মনি ঋষিদের মত,
মুখোস পড়ে হবে
সৎ নীতিবানের মত।
২০/০২/২০১৮